আমাকে বিব্রত করা হচ্ছে ঐশ্বরিয়া রায় বলিউডের স্বনামধন্য নায়িকা ঐশ্বরিয়া রায় তার বক্তব্

 

আমাকে বিব্রত করা হচ্ছে ঐশ্বরিয়া রায় বলিউডের স্বনামধন্য নায়িকা ঐশ্বরিয়া রায় তার বক্তব্

যে

_____________________________

বলিউড কখনো খুনের মামলা, কখনো ড্রাগের তদন্ত নানান আইন বহির্ভূত কাণ্ডে তারকাদের নাম জড়াতে গত কয়েক মাস ধরে। এবার স্বনামধন্য বলিউডের কিং অভিনেত্রীরা নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে তলব করল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইতি সংস্থা এন আই জানিয়েছেন, বিদেশের সম্পদ রাখার জন্য সিরিয়াকে তলব করা হচ্ছে। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। খুব স্বাভাবিকভাবেই  পরিবারের বিব্রত এই বিষয়ে। 

YouTube videos

 বচ্চন। এ ব্যাপারে ঐশ্বরিয়া বলেন আমাকে বিব্রত করা হচ্ছে। সূত্রের খবর, গত সোমবার তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দপ্তর হাজির দিতে বলা হয়েছে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আটক ফেমাইল তাকে তলব করা হয়েছে। এর আগে তাকে দুবার তলব করা হয়েছিল। তবে তখন তিনি হাজির এর জন্য সময় চেয়ে ছিলেন। এবার নাকি তিনি সময় চেয়েছেন। অমিতাভ বচ্চন বেশকিছু ভারতের বিরুদ্ধে তদন্ত করার শুরু করার কথা জানিয়েছেন নরেন্দ্র মোদি সরকার। দেশটির সরকারের তরফ এর খবর। প্রথম পর্যায়ে পানামা পেপারের তথ্যের ভিত্তিতে বিভিন্ন তদন্ত সংস্থা 74 টি মামলা করে তদন্ত শুরু করে। এরইমধ্যে ভারতীয় মিডিয়ার প্রায় সরকারকে মাধ্যমে বিক্রি বাড়িয়ে সামনে অবস্থান করছেন অভিষেক তার নতুন ছবির শুটিং বাতিল করে স্ত্রীর পাশে থাকবেন বলে জানা যায়


বাংলাদেশের বৈচিত্র্যময়  সৌন্দর্যে

নবীনতর পূর্বতন
" ">Responsive Advertisement
" ">Responsive Advertisement